উত্তরায় বিমান দুর্ঘটনা: বহু হতাহতের ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোক

প্রকাশঃ Jul 22, 2025 - 19:30
উত্তরায় বিমান দুর্ঘটনা: বহু হতাহতের ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোক

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে সোমবারের বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ জুলাই) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে লেখা এক বার্তায় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকায় বাংলাদেশের সামরিক বিমান বিধ্বস্তে বহু হতাহতের খবর শুনে আমি মর্মাহত।’আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) জানিয়েছে, বিমান দুর্ঘনায় মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে।