করোনা মোকাবিলায় প্রস্তুত চট্টগ্রাম : মেয়র

করোনাভাইরাস (কোভিড) মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।চসিক মেয়র বলেন, মেডিকেল কলেজ, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে অ্যান্টিজেন ও আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা রয়েছে। যারা এখনও বুস্টার ডোজ নেননি, দ্রুত নিয়ে নিন।শনিবার (২১ জুন) নগরের সাফা আর্কেড কনভেনশন সেন্টারে বুদ্ধ জয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব এড়াতে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান মেয়র। তিনি বলেন, যত্রতত্র ডাবের খোসা বা প্লাস্টিক ফেলে পানি জমতে দেওয়া যাবে না। জমা পানি থেকেই জন্ম নেয় এডিস মশা। আমি আশ্বাস দিতে আসিনি- আমি কাজ করতে এসেছি। চাই না, এই শহরের একজন মানুষও নিরাপত্তাহীনতায় ভোগেন। সবাই মিলে গড়তে চাই একটি শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত চট্টগ্রাম।