কুয়াকাটায় ৬ হাজার বৃক্ষরোপণ শুরু

প্রকাশঃ Jul 13, 2025 - 15:11
কুয়াকাটায় ৬ হাজার বৃক্ষরোপণ শুরু

জেলার কুয়াকাটার সমুদ্র সৈকত রক্ষা বেড়িবাঁধের সৌন্দর্য বর্ধনের লক্ষে ৬ হাজার কৃষ্ণচূড়া , সোনালু,  এবং অর্জুন গাছ রোপণের কার্যক্রম শুরু করেছে কুয়াকাটা পৌরসভা।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অর্থায়নে কুয়াকাটা পৌরসভা, ট্যুর অপারেটরস এসোসিয়েশন, বিডি ক্লিন, রিও সহ বেশ কয়েকটি সংগঠনের সহযোগিতায় এবং বনবিভাগ মহিপুর রেঞ্জের সদস্যদের উপস্থিতিতে  আজ রোববার সকাল ১০ টায় কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে এই কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক। কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ব্র্যাকের   প্রজেক্ট ম্যানেজার মো. কামাল হোসেন,বন বিভাগ বিড কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম,ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জহিরুল ইসলাম, রিও পরিচালক সাইদুর রহমান,বিডিক্লিন সমন্বয় আসাদুজ্জামান মিরাজ, ফটোগ্রাফার ও পরিচালক রাসেল শেখ, কুয়াকাটা সোনার বাংলা নার্সারী পরিচালক মোহাম্মদ আবুল কালামসহ স্থানীয় গন্যমান্যরা।