কোনাবাড়ীতে ১০ লাখ টাকার নকল সিগারেট জব্দ, গ্রেফতার-১

প্রকাশঃ Jul 11, 2025 - 12:30
কোনাবাড়ীতে ১০ লাখ টাকার নকল সিগারেট জব্দ, গ্রেফতার-১

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে অভিযান চালিয়ে ৮ হাজার ৬৪০ প্যাকেট নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। যার বর্তমান বাজার  মূল্য আনুমানিক ১০ লাখ টাকা। এ সময় নকল সিগারেট বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে আশিক ( ২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশিক জামালপুর জেলার সরিষা বাড়ী থানার নলসোন্দা গ্রামের রেজাউল করিম এর ছেলে। সে জরুন শামসুল মেম্বারের বাড়ী ভাড়া থেকে গোডাউন নিয়ে নকল সিগারেট এর ব্যবসা করতো।বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে প্রায় ৫ ঘন্টা অভিযান চালিয়ে মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন পশ্চিম পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা আরও একজন দৌড়ে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ ।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় চন্দ্র রায়। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নগরীর জরুন পশ্চিম পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিভিন্ন ব্যান্ডের ৮ হাজার ৬৪০ প্যাকেট  সিগারেট ও সিগারেট বিক্রির নগদ ৫৫ হাজার টাকা এবং সিগারেট বহনকারী একটি অটোরিকশা জব্দ করা হয়। পুলিশ আরও জানায় সে কোনাবাড়ী কাশিমপুর গাজীপুর চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় সিগারেট সরবরাহ করতো। শুক্রবার (১১ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান,পুলিশ এর ওই কর্মকর্তা। কোনাবাড়ি থানার ওসি বলেন নকল এসব সিগারেটের বিরুদ্ধে অভিযান আমাদের অব্যাহত থাকবে।