গাবতলীতে চিকিৎসা বঞ্চিত অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ উদ্বোধন

গাবতলী ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ক্যাম্পাসে চিকিৎসা বঞ্চিত অসহায় মানুষের চিকিৎসার জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মোস্তফা জগলুল পাশা পাপেল। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সৌহার্দ্য বিনিময় করেন। প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জগলুল পাশা বলেন “আমি চাই ঢাকা-১৪ আসনকে এক নতুন রূপে ফিরিয়ে আনতে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমি এলাকাবাসীর অসহায় চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে যাব।
তিনি আরও বলেন,আমি এলাকায় উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের কার্যক্রম অব্যাহত রেখেছি, যাতে ঢাকার ১৪ আসনের জনগণ বাস্তব পরিবর্তন অনুভব করতে পারেন।স্থানীয় বাসিন্দারা জানান, অসহায় মানুষের জন্য স্বাস্থ্য সেবা উদ্বোধনের মাধ্যমে এলাকার অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।৫০০ জন সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। ইউরোপিয়ান ইউনিভার্সিটির অফ বাংলাদেশ প্রক্টর অবসরপ্রাপ্ত মেজর আমিনুর রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য, হাফিজুল হাসান শুভ্র,হানিফ মিয়া, ঢাকা মহানগর উত্তর যুবদল সাবেক যুগ্ম আহবায়ক খলিল চৌধুরী,
মোঃ তৌফিকুর রহমান চৌধুরী,শাফায়েত রাব্বি আরাফাত, মোঃ শামীম মিয়া সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয় ফার্মেসী এসোসিয়েশন।দারুস সালাম থানা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন ভুট্টো, ইয়াসিন আলী, দারুস সালাম থানা শ্রমিক দলের আহবায়ক গোলাম রসুল পারভেজ, মিরপুর বাংলা কলেজের সদস্য সচিব ফয়সাল রেজা,১০ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রতন, সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শাহীন, মনোয়ার হোসেন মনোয়ার, যুবদল নেতা সেলিম মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির,
মো:সেলিম, শাহ আলী থানা ছাত্রদল সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লেলিন,যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য রফিকুল ইসলাম রফিক মির্জা মামুন, সুমন মিয়া, আজিজুর রহমান শাহিন, দারুস সালাম থানা ছাত্রদল সাবেক সভাপতি শ্যামল আহমেদ রাসেল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সহ-সভাপতি সরোয়ার আলম পিয়াস, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ,মিরপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ, ১০ নং ওয়ার্ড যুবদল আহবায়ক কুদ্দুসুর রহমান বিপ্লব সদস্য সচিব সান্তানুর রহমান রুবেল,৯ নং ওয়ার্ড যুবদল সাবেক আহ্বায়ক মোহাম্মদ রুবেল,দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক দলের নেতা হাফিজুর রহমান হাফিজ, আক্তার হোসেন মামুন,দারুস সালাম থানা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন, সুমন হোসেন, জাকির হোসেন, জুয়েল মিয়া, কামাল হোসেন, দারুস সালাম থানা ছাত্রদল আহবায়ক ইকবাল হোসেন দিপু সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।