গাড়ির ওপর মার্কিন শুল্ক ১৫ শতাংশ কমানোর বিষয়টি নিশ্চিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী

জাপানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি হওয়ার পর যুক্তরাষ্ট্রে গাড়ির ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বরাত দিয়ে টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ সংবাদ জানিয়েছে।বুধবার ইশিবা বলেন, আমরা এপ্রিল থেকে গাড়ি ও যন্ত্রাংশের উপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের হার অর্ধেক করে ১৫ শতাংশে নামিয়ে আনতে একমত হয়েছি। যার মধ্যে পূর্বের ২.৫ শতাংশও অন্তর্ভুক্ত।তিনি সাংবাদিকদের নিশ্চিত করে আরও বলেন, গাড়ি ও যন্ত্রাংশে শুল্ক কমানোর ক্ষেত্রে আমরা বিশ্বের প্রথম দেশ, যেখানে পরিমাণে কোনো সীমাবদ্ধতা নেই। এই তথ্য যা আগে থেকেই জাপানি সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছিল।