ঘুষ কেলেঙ্কারিতে দণ্ডপ্রাপ্ত ক্রোয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আগাম মুক্তি পেলেন

ঘুষ ও দুর্নীতির একাধিক মামলায় ১৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত ক্রোয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইভো সানাদেরকে আগাম মুক্তির আদেশ দিয়েছে দেশটির একটি আদালত। শুক্রবার এক আদালতের মুখপাত্র এ কথা জানান। ২০০০-এর দশকে ক্রোয়েশিয়াকে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদে পাইয়ে দেন সানাদের। ২০০৯ সালে তিনি পদত্যাগ করেন এবং ২০২২ সালে তাকে ঘুষ গ্রহণ ও রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎসহ একাধিক মামলায় দোষী সাব্যস্ত করে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। জাগরেব থেকে এএফপি জানায়, আদালতের মুখপাত্র বলেন, কেন্দ্রীয় শহর সিসাকের কাউন্টি আদালত বৃহস্পতিবার রায় দেয় যে, প্রাক-বিচার আটকাবস্থাসহ তিনি ইতিমধ্যে প্রায় ১১ বছর কারাভোগ করেছেন, যা তার দণ্ডের দুই-তৃতীয়াংশের কাছাকাছি। এজন্য তাকে মুক্তি দেওয়া হচ্ছে। তবে আগামী সোমবারের আগে তিনি মুক্তি পাচ্ছেন না বলেও জানান তিনি।
৭২ বছর বয়সী সানাদের ছিলেন ১৯৯১ সালে সাবেক যুগোস্লাভ প্রজাতন্ত্র ক্রোয়েশিয়া স্বাধীনতা ঘোষণার পর দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়া সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা। ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের অন্যতম প্রধান শর্ত ছিল দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। কিন্তু দেশটিতে এখনো দুর্নীতি প্রাতিষ্ঠানিকভাবেই বিরাজমান। ২০১৬ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী আন্দ্রে প্লেঙ্কোভিচের এইচডিজেড দলের বেশ কয়েকজন মন্ত্রী দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।