জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার বন্ধ করা উচিত হবে না: ফ্রান্স
প্রকাশঃ Aug 30, 2025 - 21:39

আগামী মাসে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রবেশাধিকারে কোনো বিধিনিষেধ থাকা উচিত নয়। শনিবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এ কথা বলেছেন। কোপেনহেগেন থেকে এএফপি জানায়, এর আগে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদস্যদের ভিসা দিতে অস্বীকৃতি জানায়। ডেনমার্কে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বারো বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কারো প্রবেশাধিকারের ক্ষেত্রে কোনো বাধা থাকা উচিত নয়।’