ডা. জুবাইদা রহমানের জন্মদিনে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

প্রকাশঃ Jun 20, 2025 - 16:20
ডা. জুবাইদা রহমানের জন্মদিনে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

ঢাকা মেডিকেল কলেজ (ব্যাচ কে-৪৩)-এর কৃতি শিক্ষার্থী, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।বৃহস্পতিবার (১৯ জুন) বাদ আছর কলেজ হাসপাতালের কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজনও করা হয় তার জন্মদিন উপলক্ষে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।

এসময় সাংবাদিকের প্রশ্নের উত্তরে ডা. মো. রফিকূল ইসলাম বলেন, ডা. জুবাইদা রহমান এই মেডিকেল কলেজের কে-৪৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এই কলেজ, আলিম হল সবকিছুই তার পদচারণার স্মৃতিবহন করে। তিনি বিসিএস (স্বাস্থ্য)-এ প্রথম স্থান অর্জন করে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন, কিন্তু ফ্যাসিবাদী সরকার তাকে সে চাকরিতে থাকতে দেয়নি। তবুও তার একাডেমিক উৎকর্ষ থেমে থাকেনি। তিনি ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে হৃদরোগ বিষয়ে উচ্চতর ডিগ্রি এমএসসি অর্জন করেন সর্বোচ্চ নম্বর এবং স্বর্ণপদকসহ। ৫ আগস্টের পর, ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে তার চাকরি পুনর্বহালের একটি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশাবাদী, তিনি ভবিষ্যতে আবার বাংলাদেশের মানুষের জন্য তার মেধা ও দক্ষতা দিয়ে চিকিৎসাসেবায় অবদান রাখবেন।জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় পরিবেশবান্ধব কর্মকাণ্ডে বিশ্বাসী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে। আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবল গাছ উপহার দিয়ে কীভাবে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের নতুন মাইলফলক স্থাপন করেছিলেন। আজও সেই নিম গাছ সৌদি আরবে ‘জিয়া ট্রি’ নামে পরিচিত। তারই ধারাবাহিকতায় জিয়া পরিবারের একজন সদস্যের জন্মদিনে, তার প্রিয় এই ক্যাম্পাসে নিমসহ বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে।এসময় ঢাকা মেডিকেল কলেজ, ছাত্রী হোস্টেল, মিলন অডিটোরিয়াম ও হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও ওষুধি বৃক্ষরোপণ করা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ, অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা. সৈয়দ জাকির হোসেন, নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র, প্ল্যাস্টিক সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. ফোয়ারা তাসনীম পামী, বিএমডিসির কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান খসরু, সহযোগী অধ্যাপক জাকারিয়া আজিজ, কিডনি রোগের বিশেষজ্ঞ ডা. মেজবাহ উদ্দিন নোমান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. মাহমুদুর রহমান নোমান, গাইনি অনকোলজিস্ট ডা. মির্জা আসাদুজ্জামান রতন, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাসহ আরও অনেকে।