দীপিকা ও আলিয়া নন, ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পান এই অভিনেত্রী

প্রকাশঃ Jul 12, 2025 - 21:26
দীপিকা ও আলিয়া নন, ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পান এই অভিনেত্রী

বলিউড হোক বা দক্ষিণি- সিনেমাপ্রতি কে কত পারিশ্রমিক পান, সেটা সাধারণত বেশ গোপনেই রাখা হয়। তবে মাঝে মধ্যে কিছু প্রতিবেদন কিংবা বিশ্বস্ত সূত্র সেই পর্দা সরিয়ে দেয়, আর তখনই সামনে আসে তারকাদের চোখধাঁধানো পারিশ্রমিকের অঙ্ক। এত দিন ভারতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন দীপিকা পাড়ুকোন। পারিশ্রমিকের দৌড়ে দীপিকার চেয়ে খুব একটা পিছিয়ে নেই আলিয়া ভাটও। তবে সাম্প্রতিক এক চুক্তিতে বদলে গেছে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর নাম। প্রিয়াঙ্কা চোপড়া, যিনি প্রায় ছয় বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন। তিনি একটি ছবির জন্য ৩০ কোটি রুপি নিয়েছেন। এটিই এখন পর্যন্ত কোনো ভারতীয় অভিনেত্রীর সর্বোচ্চ পারিশ্রমিক।এস এস রাজামৌলির পরবর্তী ছবিতে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। একদিকে এটি তার বলিউডে প্রত্যাবর্তনের ছবি, অন্যদিকে দক্ষিণি ছবিতেও তিনি ফিরছেন দুই দশকের বেশি সময় পর। বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, এই ছবির জন্য প্রিয়াঙ্কা চুক্তিবদ্ধ হয়েছেন ৩০ কোটি রুপিতে।প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে সিনেমার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘এ কারণেই এত দেরিতে প্রিয়াঙ্কার নাম ঘোষণা করা হয়েছে। তিনি নিজের পারিশ্রমিকের বিষয়ে একচুলও ছাড় দিতে রাজি ছিলেন না। আর কেনই বা ছাড় দেবেন? শুধু পুরুষ তারকারাই কেন বড় অঙ্ক পাবেন?’

অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘সিটাডেলের’ জন্য প্রিয়াঙ্কা নিয়েছিলেন প্রায় ৪১ কোটি রুপি। যদিও সেটি ছিল ৬ ঘণ্টার কনটেন্ট, তাই সেই পারিশ্রমিককে স্বাভাবিকই বলছেন অনেকে। তবে রাজামৌলি-মহেশ বাবুর ছবির জন্য তার নেওয়া ৩০ কোটি রুপি এখন পর্যন্ত কোনো ভারতীয় অভিনেত্রীর সর্বোচ্চ পারিশ্রমিক।রাজামৌলির এই ছবিতে সই করার আগপর্যন্ত দীপিকা পাড়ুকোন ছিলেন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য তিনি নিয়েছেন ২০ কোটি রুপি। আলিয়া ভাট ছবিপ্রতি ১৫ কোটি, আর কারিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফ, কিয়ারা আদভানি, নয়নতারা, সামান্থা রুথ প্রভুদের পারিশ্রমিক ১০ কোটি রুপির আশপাশে। তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া।২০১৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকে খুব একটা ভারতীয় ছবিতে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। ‘জয় গঙ্গাজলের’ পর তিনি অভিনয় করেছেন কেবল একটি হিন্দি ছবিতে- ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’, যেটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। তার বহুল আলোচিত নারীকেন্দ্রিক ছবি ‘জি লে জারা’ (আলিয়া ও ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে) অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। ফলে গত ৬ বছরে তাকে ভারতের কোনো প্রেক্ষাগৃহে কিংবা ওটিটিতেও দেখা যায়নি।