দেশের জনগণ আর কখনোই ‘হাসিনা মার্কা’ নির্বাচন হতে দেবে না : সেলিম উদ্দিন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর আমির মো. সেলিম উদ্দিন বলেছেন, দেশের জনগণ আর কখনোই ‘হাসিনা মার্কা’ একতরফা নির্বাচন হতে দেবে না। জনগণ এখন পরিবর্তন চায়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, বিগত কয়েকটি নির্বাচন প্রমাণ করেছে যে বর্তমান সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দিয়েছে।
সেলিম উদ্দিন বলেন, জনগণের আন্দোলন এখন অবধারিত বাস্তবতা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, ইসলামপন্থী, দেশপ্রেমিক ও গণতন্ত্রপ্রিয় শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে অংশ নিতে হবে। বিবৃতিতে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিও পুনর্ব্যক্ত করেন।