নিলামে আড়াই কোটি টাকায় বিক্রি মহাত্মা গান্ধীর বিরল তৈলচিত্র

প্রকাশঃ Jul 17, 2025 - 09:30
নিলামে আড়াই কোটি টাকায় বিক্রি মহাত্মা গান্ধীর বিরল তৈলচিত্র

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর বিরল এক তৈলচিত্র লন্ডনে নিলামে বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮০০ পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা।বুধবার (১৬ জুলাই) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।নিলামটি পরিচালনা করে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান বোনহামস। তারা আগে অনুমান করেছিল, ছবিটির মূল্য হতে পারে ৫০ হাজার থেকে ৭০ হাজার পাউন্ড। কিন্তু প্রত্যাশার চেয়ে প্রায় দ্বিগুণ মূল্যে এটি বিক্রি হয়।১৯৩১ সালে লন্ডনে ভারতের জন্য সাংবিধানিক সংস্কার ও স্বায়ত্তশাসনের দাবিতে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন গান্ধী। সে সময়ই ব্রিটিশ শিল্পী ক্লেয়ার লেইটন তার এই তৈলচিত্র আঁকেন। বোনহামসের মতে, গান্ধীর জীবদ্দশায় আঁকা এটাই হতে পারে একমাত্র তৈলচিত্র।

বোনহামসের মতে, ক্লেয়ার লিটন ছিলেন হাতে গোনা অল্পসংখ্যক শিল্পীর একজন, যাকে গান্ধীর অফিসে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তিনি একাধিকবার গান্ধীর সঙ্গে বসে তার ছবি আঁকার সুযোগ পেয়েছিলেন।তবে কে ছবিটি কিনেছেন এবং এটি কোনো প্রদর্শনীতে রাখা হবে কি না—সে বিষয়ে বোনহামস কিছু জানায়নি।মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনের নেতৃত্ব দেন এবং ভারতকে স্বাধীনতার পথে এগিয়ে নেন। অধিকাংশ ভারতীয় তাকে 'জাতির পিতা' হিসেবে সম্মান করে।