নেত্রকোনায় নেত্রকোনা ট্র্যাজিডি দিবস পালিত

প্রকাশঃ Dec 8, 2025 - 15:16
নেত্রকোনায় নেত্রকোনা ট্র্যাজিডি দিবস পালিত

২০০৫ এর ৮ ডিসেম্বর বোমা হামলায় নিহতের স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও নেত্রকোনা ট্র্যাজিডি দিবস বিভিন্ন কর্মসূিচতে পালিত হয়েছে।

আজ জেলা শহরের উদীচী কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শহীদদের স্মরণে ট্র্যাজেডি স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদের কবর জিয়ারত, গণসংগীত, স্মৃতিচারণ, আলোচনা সভা ও তিন মিনিট স্তব্ধ নেত্রকোনা কর্মসূচি পালন করা হয়।

২০০৫ সালের এই দিনে উদীচী এবং শতদল গোষ্ঠীর কার্যালয়ে নেত্রকোনা মুক্ত দিবসের রিহার্সাল চলাকালে সন্ত্রাসীর আত্মাঘাতী বোমা হামলায় উদীচীর যুগ্ম সাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল শেলি, মেকানিক যাদব দাস, রানী আক্তার, ভিক্ষুক জয়নাল, আফতাব উদ্দিন, রইছ মিয়া ও আত্মঘাতী কিশোর নিহত হন। আহত হয়েছিলেন সানওয়ার হোসেন ভূইয়া, মাসুদুর রহমান ভুট্টুসহ অর্ধশতাধিক।

এরপর থেকে ট্র্যাজেডি উদযাপন পরিষদের উদ্যোগে জেলা শহরের সকল সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এই দিবসে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে। 

কবি ও চিন্তক এনামূল হক পলাশ বাসসকে জানান, ‘সেই সময়ে সারা বাংলাদেশে এক যোগে তেষট্টি জেলায় বোমা হামলা হয়েছিল। নেত্রকোনার ঘটনায় আটটি প্রাণ ঝরে গেছে। অনেকেই বোমার প্লিন্টার শরীরে বহন করছে। এদের মধ্যে অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন। তাদের পরিবার অসহায় অবস্থায় আছে।’ 

নেত্রকোনা ট্র্যাজিডি দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও জেলা উদীচী সাধারণ সম্পাদক মো. আলমগীর বলেন, ‘২০০৫ সালের ৮ ডিসেম্বর যারা আত্মঘাতি বোমা হামলা করেছিল এবং এদের যারা সহযোগিতা করেছে তাদের প্রতি আমাদের ধিক্কার। সংস্কৃতি, সত্য ও সুন্দরের সংগ্রাম উদীচীর জন্মের দায়।’