পুতিন ইউক্রেনের 'আত্মসমর্পণ' চান: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ Jun 30, 2025 - 13:28
পুতিন ইউক্রেনের 'আত্মসমর্পণ' চান: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

জার্মান পররাষ্ট্রমন্ত্রী সোমবার কিয়েভ সফরকালে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন চান ইউক্রেন আত্মসমর্পণ করুক। ইউক্রেনে কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বোমাবর্ষণ বৃদ্ধির পর  জার্মানির শীর্ষ এ কূটনীতিক এ কথা বলেন।জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল অঘোষিত সফরে ইউক্রেনের রাজধানীতে পৌঁছে বলেন, ‘তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে স্থগিত শান্তি আলোচনার মধ্যে, ‘পুতিন তার সর্বোচ্চ দাবির কোনওটিতেই পিছু হটছেন না। পুতিন আলোচনা চান না, তিনি ইউক্রেনের আত্মসমর্পণ চান’।