ফিলিস্তিনে জাতিসংঘের শীর্ষ মানবিক কর্মকর্তার ভিসা নবায়ন করবে না ইসরাইল

প্রকাশঃ Jul 21, 2025 - 14:03
ফিলিস্তিনে জাতিসংঘের শীর্ষ মানবিক কর্মকর্তার ভিসা নবায়ন করবে না ইসরাইল

ফিলিস্তিনি অঞ্চলের জন্য নিযুক্ত জাতিসংঘের জ্যেষ্ঠ মানবিক কর্মকর্তা জোনাথন হুইটলের ভিসা নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইল। জাতিসংঘের মতে, এই সিদ্ধান্ত বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর পথকে আরো সংকুচিত করছে এবং ত্রাণ কার্যক্রমে গুরুতর বাধা তৈরি করছে।ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার রোববার বলেছেন, গাজা যুদ্ধ সম্পর্কে মিথ্যা প্রচারের অভিযোগ থাকায়, জাতিসংঘের জ্যেষ্ঠ মানবিক কর্মকর্তার ভিসা নবায়ন করবে না ইসরাইল। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘আমি ইসরাইলে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ)’র প্রধান জোনাথন হুইটলের আবাসিক অনুমতির মেয়াদ বৃদ্ধি না করার নির্দেশ দিয়েছি।’

জেরুজালেমে বসবাসকারী ও ঘন ঘন গাজা উপত্যকা পরিদর্শনকারী দক্ষিণ আফ্রিকান হুইটল বারবার ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসকারী দুই মিলিয়নেরও বেশি মানুষের মানবিক অবস্থার নিন্দা করেছেন।এপ্রিল মাসে তিনি বলেছিলেন, হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের প্রভাবে গাজাবাসীরা ‘ধীরে ধীরে মারা যাচ্ছেন’।ইসরাইলের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট ও শত্রুতাপূর্ণ আচরণ, যা বাস্তবতা বিকৃত করেছে এবং জাতিসংঘের নিরপেক্ষতার নিয়ম লঙ্ঘন করেছে বলে সার এই সিদ্ধান্ত নিয়েছেন। এটি জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া সর্বশেষ সিদ্ধান্ত।২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল ওসিএইচএ, জাতিসংঘের মানবাধিকার অফিস ওএইচসিএইচআর এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-এর জন্য কাজ করা ব্যক্তিদের ভিসা পাওয়া কঠিন করে তুলেছে।