বিক্ষোভের মধ্যে শিক্ষা সচিবকে প্রত্যাহার

প্রকাশঃ Jul 22, 2025 - 18:04
বিক্ষোভের মধ্যে শিক্ষা সচিবকে প্রত্যাহার

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর মঙ্গলবার  এ তথ্য জানান।তিনি বলেন, “শিক্ষার্থীদের দাবি মেনে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের বাকি দাবিগুলো বিশ্লেষণে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।”তিনি লিখেছেন, “মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোন দাবি মানতে সরকার দায়বদ্ধ।”দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে গভীর রাতে। অনেক শিক্ষার্থীর কাছে সেই খবর না পৌঁছানোয় কেন্দ্রে গিয়ে ফিরে আসতে হয় তাদের।

শিক্ষা উপদেষ্টার বরাতে তথ্য উপদেষ্টা সোমবার গভীর রাতে পরীক্ষা স্থগিতের বিষয়টি ফেইসবুকে জানান। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে অনেক পরে, যা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।এরপর শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে অপসারণের দাবিতে আন্দোলনের ঘোষণা দেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।আন্দোলনে নামা শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে প্রথমে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করতে যায়। সেখান থেকে বেলা দেড়টার দিকে তারা সচিবালয়ের সামনে জড়ো হন।শুরুতে তারা সচিবালয়ের তিন নম্বর ফটকের সামনে বিক্ষোভ দেখান। পরে প্রশাসনের প্রাণকেন্দ্রের বাকি ফটোগুলোও বন্ধ করে দেন।এক পর্যায়ে একটি গেইট ভেঙে ভেতরে ঢুকে পড়তে দেখা যায় শিক্ষার্থীদের। তাদের সঙ্গে ভেতরে পুলিশও ঢুকে পড়ে। পরে শিক্ষার্থীদের সচিবালয়ের বাইরে সরিয়ে দিতে পুলিশ লঠিপেটা ও কাঁদুনে গ্যাস ছুড়তে শুরু করে।কিছু সময় পর সচিবালয়ের সামনের এলাকা অনেকটা ফাঁকা দেখা যায়। তবে পরে জিরো পয়েন্টে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।এদিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবারের বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ক্ষতিপূরণসহ ছয় দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।বেলা পৌনে ১০টায় ঘটনাস্থ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

তাদের দেখে শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। এক পর্যায়ে তাদের দিকে তেড়েও যান। শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে আইন উপদেষ্টা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও বিক্ষোভ চলতে থাকে।
স্কুল ক্যাম্পাসে আটকা পড়া দুই উপদেষ্টা বিকালে পতাকাবিহীন সরকারি গাড়িতে চেপে সামনে পেছনে কয়েকশ পুলিশের পাহারা নিয়ে স্কুল ক্যাম্পাস থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু স্কুলের বাইরে গোল চত্বরে কয়েকশ শিক্ষার্থীর অবস্থানের কারণে তারা আবার ভেতরে ফিরে যান।
শিক্ষার্থীদের ছয় দাবি হল-
>> নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করা
>> আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করা।
>> শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জনসম্মুখে সেনা সদস্যদের নিঃশর্ত ক্ষমা চাওয়া।
>> নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া।
>> বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো উড়োজাহাজ বাতিল করে আধুনিক উড়োযান চালু করা।
>> বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও ‘মানবিক ও নিরাপদ ব্যবস্থা’ চালু করা।
সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ২৯ জন নিহত হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৯ জন। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।