ব্রাজিলে হট এয়ার বেলুন দুর্ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু

বেলুনটি রাজধানী ব্রাসিলিয়া থেকে প্রায় এক হাজার ৮১ কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রাইয়া গ্রান্ডে শহরের আকাশে ওড়ছিল। বেলুনটিতে মোট ২১ জন ছিলেন। তাদের মধ্যে ৮ জন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ১৩ জন জীবিত উদ্ধার হন।তবে স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, দুর্ঘটনার স্থানে আরও আহত ব্যক্তি থাকতে পারেন।সান্তা ক্যাটারিনা রাজ্যের গভর্নর জর্জিনহো মেলো এক বিবৃতিতে বলেন, এই দুর্ঘটনায় আমরা সবাই মর্মাহত। আমাদের উদ্ধারকারী দল ও জরুরি সেবা সংস্থা ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের সর্বাত্মক সহায়তা প্রদান করছে।তিনি আরও বলেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।