ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন

প্রকাশঃ Dec 8, 2025 - 13:21
ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন

ভারতের পর্যটনকেন্দ্র গোয়ায় এক নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নেপালের নাগরিক রয়েছেন বলে সোমবার কর্মকর্তারা নিশ্চিত করেছেন। নয়াদিল্লি থেকে এএফপি এ খবর জানায়।

নেপালের রাষ্ট্রদূত শঙ্কর পি. শর্মা এক বিবৃতিতে বলেন, ‘গোয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নিহতদের মধ্যে চারজন নেপালের নাগরিকও রয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

বাকি নিহতরা ভারতীয় নাগরিক। অধিকাংশই ছিলেন ক্লাবের কর্মী ও দিল্লি থেকে আসা পর্যটক। উত্তর গোয়ার আরপোরা এলাকার ওই ক্লাবে আগুন লাগে। কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়। নাইটক্লাবের কাঠের অংশে আগুন ধরে যাওয়ার পর বেশিরভাগ মানুষ বেসমেন্ট এবং রান্নাঘরে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার জানান, এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি অন্যান্য নাইটক্লাবেও নিরাপত্তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। ভারতে নিম্নমানের ভবন নির্মাণ, অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা বিধি না মানার কারণে অগ্নিকাণ্ড প্রায়ই ঘটে থাকে।