শরীয়তপুরে বিএনপি’র গণজাগরণ, আধুনিক শরীয়তপুর গড়ার অঙ্গীকার দিলেন নুরুদ্দিন আহাম্মেদ অপু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত সহচর ও একান্ত সচিব, বিরোধীদল কর্তৃক বারবার কারা নির্যাতনের শিকার হওয়া নেতা, শরীয়তপুর জেলার সংসদীয়-৩ আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু দীর্ঘ ৭ বছর পর নিজ জন্মভূমির মাটিতে পা রাখেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে পদ্মা সেতুর দক্ষিণ পাশে নাওডোবা ইউনিয়নের পদ্মা ভ্যালী সংলগ্ন এলাকায় তার আগমনকে ঘিরে হাজারো নেতা-কর্মীর সমাবেশে এক স্বাগত পথসভা অনুষ্ঠিত হয়।
মিয়া নুরুদ্দিন অপুর পথসভায় জোরালো বক্তব্যে তিনি বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিল। দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা-সবকিছু ধ্বংস করে একটি দুঃশাসন কায়েম করেছিল। আজ বাংলাদেশের মানুষ, বিএনপি ও ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সেই স্বৈরাচারী সরকারকে বিদায় জানিয়েছে। এই বিজয় আমাদের সবার, এই বিজয় গণতন্ত্রের। এখন আমাদের দায়িত্ব - বিভেদ ভুলে একসাথে হাতে হাত রেখে দেশ পুনর্গঠনে এগিয়ে যাওয়া।‘’
তিনি আরো বলেন, ‘’আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি মুক্ত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এই দেশ আমাদের, এই জনগণ আমাদের। কেউ যেন আবারও ক্ষমতার লোভে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে না পারে, জনগণের অধিকার, ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।‘’
প্রিয় নেতাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিবচর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল জামান নুরুদ্দিন মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ বাশার সিদ্দিকী এবং বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।