শাকিবকে মেগাস্টার বলে জাহিদ হাসানকে রবি চৌধুরীর খোঁচা

প্রকাশঃ Jul 8, 2025 - 17:47
শাকিবকে মেগাস্টার বলে জাহিদ হাসানকে রবি চৌধুরীর খোঁচা

‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর ঢালিউডে একের পর এক নতুন রূপে হাজির হচ্ছেন শাকিব খান। ‘বরবাদ’ ছবির পরে ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ নিয়েও আলোচনায় রয়েছেন তিনি। এই সাফল্যে ঢালিউড কিং থেকে এই তারকার নামের আগে এখন যোগ করা হচ্ছে মেগাস্টার শব্দ।এই নিয়ে বিভিন্ন সময়ই পক্ষে-বিপক্ষে কথা শোনা যায়। সেগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার তৈরি হয়।সম্প্রতি শাকিবের নামের আগে মেগাস্টার শব্দ ঘিরে অভিনেতা জাহিদ হাসানের একটি বক্তব্য নিয়ে নতুন করে সমালোচনা তৈরি হয়। পরে সেই বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন গুণী এই অভিনেতা।তবে বিষয়টি সেখানেই যেন শেষ হচ্ছে না। শাকিব ভক্তরা নানান মন্তব্যে জাহিদ হাসানকে সমালোচনার কাঠগড়ায় তুলছেন। এবার শাকিবকে মেগাস্টার আখ্যা দিয়ে জাহিদ হাসানকে খোঁচা দিলেন সংগীতশিল্পী রবি চৌধুরী।

 সোমবার দিবাগত রাতে শাকিব খানের সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন এই গায়ক। সেখানেই তিনি খোঁচা দেন তার সমসাময়িক অভিনেতা জাহিদ হাসানকে।রবি চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘সবার প্রতি সম্মান রেখে বলছি। যেমন নায়ক রাজ রাজ্জাক, মহানায়ক উত্তম কুমার, শাহেনশাহ অমিতাভ বচ্চন, কিং খান শাহরুখ খান। দেশে-বিদেশে আরও অনেক মেগাস্টার আছেন তাদের নাম লিখলাম না। এসব বিশেষণ থাকতেই পারে। আমাদের মেগাস্টার শাকিব খান। মেগাস্টার বললে কার যেন কানে লাগে। তাকে অবশ্যই মানসিক ডাক্তার দেখানো উচিত।’তার পোস্টটি নজর কেড়েছে নেটিজেনদের। এটি নিয়েও অনেকে পক্ষ-বিপক্ষে মতামত প্রকাশ করছেন।