শাপলা পেতে ‘মরিয়া’ নাগরিক ঐক্য, এনসিপিও আশাবাদী

‘নতুন বাংলাদেশে’ আগের মতো সরকারি দল বলে কোনো সুযোগ-সুবিধা পাবে এমন বিষয় এখন নেই উল্লেখ করে প্রতীক বরাদ্দে যেন বঞ্চনা না হয় তা তুলে ধরেছে নাগরিক ঐক্যের একটি প্রতিনিধিদল। দলীয় প্রতীক হিসেবে শাপলাকে নাগরিক ঐক্যের জন্য সংরক্ষণের দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে তারা।অন্যদিকে দলীয় প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ পাবে বলে আশাবাদী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
নতুন প্রতীক তালিকাভুক্ত হলে আগে আবেদন করায় শাপলা প্রতীক অবশ্যই নাগরিক ঐক্য পাবে বলে দাবি করেছে দলটি। তবে নতুন দল হিসেবে এনসিপি নিবন্ধন আবেদনের সময় প্রতীকটি চাওয়ায় উদ্বেগও জানিয়েছে নাগরিক ঐক্য।
বুধবার (২ জুলাই) বিকেলে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
‘নতুন বাংলাদেশে’ আগের মতো সরকারি দল বলে কোনো সুযোগ-সুবিধা পাবে এমন বিষয় এখন নেই উল্লেখ করে প্রতীক বরাদ্দে যেন বঞ্চনা না হয় তা তুলে ধরেছে নাগরিক ঐক্যের একটি প্রতিনিধিদল। দলীয় প্রতীক হিসেবে শাপলাকে নাগরিক ঐক্যের জন্য সংরক্ষণের দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে তারা।অন্যদিকে দলীয় প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ পাবে বলে আশাবাদী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
নতুন প্রতীক তালিকাভুক্ত হলে আগে আবেদন করায় শাপলা প্রতীক অবশ্যই নাগরিক ঐক্য পাবে বলে দাবি করেছে দলটি। তবে নতুন দল হিসেবে এনসিপি নিবন্ধন আবেদনের সময় প্রতীকটি চাওয়ায় উদ্বেগও জানিয়েছে নাগরিক ঐক্য।
বুধবার (২ জুলাই) বিকেলে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
সিইসির সঙ্গে নাগরিক ঐক্যের প্রতিনিধিদলের বৈঠকের সময় নির্বাচন কমিশন সচিবও উপস্থিত ছিলেন।
নাগরিক ঐক্যের প্রতিনিধিদলে ছিলেন নারী ও শিশুবিষয়ক কেন্দ্রীয় কমিটির সম্পাদক ফেরদৌসী আক্তার ও দপ্তর সম্পাদক মহিদুজ্জামান মহিদ।