সাতক্ষীরার সব থানায় অনলাইনে সবধরনের জিডি করা যাবে

প্রকাশঃ Jul 21, 2025 - 12:10
সাতক্ষীরার সব থানায় অনলাইনে সবধরনের জিডি করা যাবে

জেলার সবকটি থানায় একযোগে সব ধরনের অনলাইন জিডি (সাধারণ ডায়রি) সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সদর থানায় বসে অনলাইন জিডি সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, সদর থানার ওসি মো. শামিনুল হক, ডিআইও -১ চৌধুরী রেজা প্রমুখ।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পুলিশী সেবা ডিজিটালাইজেশন ও সহজীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশিত মানের সেবা প্রদানের লক্ষ্যে ঘরে বসেই অনলাইনে জিডি  করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে 'অনলাইন জিডি' (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এই কার্যক্রমের মাধ্যমে দেশের সকল নাগরিক এখন ঘরে বসে সহজে যে কোন বিষয়ে সাধারণ ডায়েরি করতে পারবেন। যা জনগণের বহুদিনের প্রত্যাশা ছিল। স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী সেবা পৌঁছে দিতে অনলাইন জিডি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।