সুদানের যুদ্ধবিরতিতে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতকে আহ্বান জানালেন রুবিও
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার যুদ্ধবিধ্বস্ত সুদানে যুদ্ধবিরতিতে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এমন এক সময়ে এই আহ্বান জানান, যখন সংযুক্ত আরব আমিরাত (ইউএই)’র বিরুদ্ধে সুদানের আধাসামরিক বাহিনীকে অর্থায়নের ব্যাপক অভিযোগ উঠেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ‘রুবিও ‘আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে ‘সুদানে একটি মানবিক যুদ্ধবিরতি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।’
এ সময় তারা গাজায় যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি নিয়েও আলোচনা করেন। ইসরাইলের সঙ্গে সম্পর্ক বজায় রাখা বিরল আরব দেশগুলোর একটি হওয়ার ফলে, যুক্তরাষ্ট্রের কাছে ইউএই বিশেষ গুরুত্ব পেয়েছে। সুদানের সেনাবাহিনী আধা-সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সঙ্গে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে। তারা বারবার অভিযোগ করেছে যে ইউএই তাদের প্রতিদ্বন্দ্বীদের অস্ত্র ও ভাড়াটে যোদ্ধা দিয়ে সহায়তা করছে। ইউএই এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র জানে কোন দেশগুলো সুদানের আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে অস্ত্র সরবরাহ করছে এবং তিনি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করবেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি, তবে এই বক্তব্যের পর তিনি সাংবাদিকদের কোনো নির্দিষ্ট দেশের নাম বলতে অস্বীকার করেন।
রুবিও আরও বলেন, ‘আমি মনে করি আরএসএফ যেভাবে অগ্রসর হচ্ছে, তা বন্ধ করতে তাদের কাছে পৌঁছানো অস্ত্র ও সহায়তা বন্ধের জন্য কিছু করা জরুরি।’ সম্প্রতি আরএসএফ নিরলস অবরোধের পর কৌশলগত গুরুত্বপূর্ণ আল-ফাশের শহর দখল করেছে, যার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মানবাধিকার পরিষদ শুক্রবার কথিত নৃশংসতার তদন্তের নির্দেশ দিয়েছে।