হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় ট্রাম্প-সমর্থিত প্রার্থী এগিয়ে

প্রকাশঃ Dec 5, 2025 - 12:11
হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় ট্রাম্প-সমর্থিত প্রার্থী এগিয়ে

হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনে বৃহস্পতিবার ভোট গণনার চতুর্থ দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গতকাল বৃহস্পতিবার প্রায় ৬৮ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। ভোট গণনা মন্থর গতিতে চলছে। জাতীয় নির্বাচন পরিষদ (সিএনই) জানিয়েছে, ট্রাম্প-সমর্থিত ব্যবসায়ী নাসরি আসফুরা ৪০ দশমিক ২৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন, যেখানে তার সহ-ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ও টিভি ব্যক্তিত্ব সালভাদর নাসরালার পেয়েছেন ৩৯ দশমিক ৪০ শতাংশ ভোট। 

সোমবার আংশিক ফলাফলে দুই প্রার্থীকে ‘প্রযুক্তিগতভাবে সমান অবস্থানে’ দেখানোর পর থেকে, সিএনই মার্কিন প্রেসিডেন্টের কঠোর সমালোচনার মুখে পড়েছে।

সিএনই প্রধান আনা পাওলা হল বৃহস্পতিবার বলেন, নির্বাচনের দিনে  যেসব রেকর্ড পাঠানো সম্ভব হয়নি, সেগুলো এখন সিস্টেমে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সিএনই প্রধান হল  ‘প্রার্থীদের গণনা চলাকালে ধৈর্য ধরতে আহ্বান জানান। ’সিএনই প্রতিশ্রুতি দিয়েছে যে চূড়ান্ত ফলাফল ‘জনগণের ইচ্ছাকে দৃঢ়ভাবে সম্মান করবে।’

ট্রাম্প হন্ডুরাস কর্তৃপক্ষের বিরুদ্ধে ফলাফল ‘বদলানোর চেষ্টা’ করার অভিযোগ এনেছেন এবং হুমকি দিয়েছেন যে যদি তারা তা করে, তাহলে ‘ভয়াবহ মূল্য দিতে হবে।’ 

মার্কিন প্রেসিডেন্ট প্রায়ই সেই সব নির্বাচনের সততা নিয়ে প্রশ্ন তোলেন, সেগুলোর ফলাফল তিনি মেনে নিতে পারেন না। হন্ডুরাস ল্যাটিন আমেরিকার অন্যতম দরিদ্র ও সহিংস দেশ এবং অনেক নাগরিক এই কষ্টকর পরিস্থিতি থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান।

বিভিন্ন কারণে যারা যুক্তরাষ্ট্রে পালিয়ে যেতে চান, তাদের মধ্যে গ্যাংয়ের জোরপূর্বক নিয়োগের ভয়ে পালিয়ে যাওয়া নাবালকরাও রয়েছে।

মঙ্গলবার, সিএনই বলেছে যে প্রত্যন্ত অঞ্চল থেকে এখনও ব্যালট আসছে। তাই বিজয়ী ঘোষণা করতে আরো কয়েক দিন সময় লাগতে পারে। দেশটির সিএনই প্রায়শই রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে অভিযুক্ত। তারা আইনতভাবে এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য এক মাস সময় পেয়েছে।