৪৪তম বিসিএসের ফল প্রকাশ, ১৬৯০ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত করা হয়েছে।সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে আয়োজিত ৪৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭১০টি শূন্য পদে নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু হয়। তবে কারিগরি ও পেশাগত ক্যাডারে পর্যাপ্ত যোগ্য প্রার্থী না পাওয়ায় ২০টি পদে নিয়োগের জন্য কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।
এছাড়া লিখিত ও মৌখিক—উভয় ধাপে কৃতকার্য হলেও সব প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়নি। যেসব প্রার্থী ক্যাডার পদে মনোনয়ন পাননি, তাদের নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সরকারের নিকট থেকে শূন্য পদের অধিযাচন পাওয়ার পর পরবর্তী ধাপে মেধাক্রম ও বিদ্যমান বিধি অনুসরণ করে সুপারিশ করা হবে বলে জানিয়েছে কমিশন।
ফলাফল জানা যাবে অনলাইনে
প্রার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে।৪৪তম বিসিএসের সংক্ষিপ্ত সময়রেখা: চাহিদা প্রকাশ: ২০২১ সালে প্রিলিমিনারি পরীক্ষা: ২৭ মে ২০২২লিখিত পরীক্ষা: ডিসেম্বর ২০২২ মৌখিক পরীক্ষা: জুলাই ২০২৩ থেকে শুরু চূড়ান্ত ফল প্রকাশ: ৩০ জুন ২০২৫এবারের বিসিএস পরীক্ষায় যারা সফল হয়েছেন তাদের প্রতি দেশজুড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন শিক্ষক, পরিবার ও সহকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও আনন্দ-উল্লাসে মুখর দেখা যাচ্ছে নবনিযুক্ত ক্যাডারদের।