অধিনায়ক লিটনের প্রথম ম্যাচেই বড় হার

প্রকাশঃ Jul 11, 2025 - 12:40
অধিনায়ক লিটনের প্রথম ম্যাচেই বড় হার

পূর্ণ মেয়াদে টি-টোয়েন্টির নেতৃত্বের দায়িত্ব নিয়ে ভালো সূচনা করতে পারেননি লিটন দাস। তার অধিনায়কত্বে প্রথম ম্যাচেই ৭ উইকেটের বড় ব্যবধানে শ্রীলঙ্কার কাছে হেরে গেছে বাংলাদেশ দল।ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, “আমি মনে করি আগে ব্যাট করাটা ঠিক ছিল। উইকেট দুই দলকেই সমান সাহায্য করেছে। কিছু বল নিচু হচ্ছিল। আমরা হতাশ। যারা ভালো ব্যাট করছিল, তাদের আরও সময় ধরে খেলা উচিত ছিল।”তিনি আরও যোগ করেন, “এই ধরনের উইকেটে রান ডিফেন্ড করা সম্ভব ছিল যদি আমরা ভালো বোলিং করতাম। আমাদের বোলিং ইউনিট খারাপ করেছে, তবে রিশাদ ভালো বল করেছে। এমন দিনে ব্যর্থতা আসতেই পারে, তবে সঠিক জায়গায় বল করতে পারলে ব্যাটারদের জন্য কঠিন হয়ে যেত।”অন্যদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলেন, “ইতিবাচক ও সাহসী ক্রিকেট খেলতে হবে। হারার ভয় না পেয়ে স্মার্ট ও আগ্রাসী মানসিকতায় খেলতে হবে। বিশ্বাস থাকতে হবে নিজেদের ওপর।”প্রথম ম্যাচেই এমন পরাজয় দলের জন্য হতাশার হলেও, সামনের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম টাইগারস।