আকাশ প্রদীপ প্রজ্জ্বলনের সমাপনী উপলক্ষে রাঙ্গামাটিতে ধর্মীয় সভা

প্রকাশঃ Dec 8, 2025 - 13:18
আকাশ প্রদীপ প্রজ্জ্বলনের সমাপনী উপলক্ষে রাঙ্গামাটিতে ধর্মীয় সভা

জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের মংখোলা পূর্বারাম বন বিহারে মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের সমাপনী উপলক্ষে ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মংখোলা পূর্বারাম বনবিহার পরিচালনা কমিটি ও এলাকার পুণ্যার্থীদের আয়োজনে আজ সোমবার সকাল ৯টায় এ ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুদ্ধের চুল ধাতু চুলামুনি চৈত্যের উদ্দেশ্যে আকাশ প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

বিহারের আবাসিক অধ্যক্ষ করুণা ভান্তের সভাপতিত্বে ধর্মীয় সভায় প্রধান পুণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

সভায় উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শিবলী শান্তি চাকমা, হেডম্যান প্রভাত রঞ্জন চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান প্রণীত রঞ্জন খীসা প্রমুখ।

এ সময় ধর্মীয় সংক্ষিপ্ত আলোচনাসহ বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।