আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক

প্রকাশঃ Jun 30, 2025 - 16:38
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক

রাজস্ব আদায়ের লক্ষ্যে আজ সোমবার (৩০ জুন) সব ব্যাংকের শাখায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

সাধারণত ব্যাংক লেনদেনের সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে, রাজস্ব আদায় ও জমাদানের বাড়তি সুবিধা দেওয়ার প্রয়োজনীয়তা বিবেচনায় লেনদেন কার্যক্রমের সময় ২ ঘণ্টা বাড়ানো হয়েছে।

অপরদিকে, আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) ব্যাংক হলিডে উপলক্ষে দেশের ব্যাংকগুলোর সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। তবে, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।