আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশঃ Oct 20, 2025 - 19:05
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত

আজ রাজধানীর মিরপুরে একটি বিশাল শোভাযাত্রার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা-কর্মীরা ধানের শীষের বিজয়ের লক্ষ্যে জনমত গঠনের আহ্বান জানান। শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, যুবদল কেন্দ্রীয় সংসদের সদ্য সাবেক যুগ্ম সম্পাদক ও মহানগর উত্তর যুবদলের সদ্য সাবেক সদস্য সচিব জননেতা মোস্তফা জগলুল পাশা পাপেল।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের প্রতি তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে- বাংলাদেশ একটি যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এখন সবচেয়ে বেশি প্রয়োজন দলীয় এবং জাতীয় ঐক্য। ফলে, আমি আপনাদের সামনে অঙ্গীকার ব্যক্ত করছি- বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ধানের শীষ যদি আমাকে দেয় তাতে আমি যেভাবে কাজ করবো, অন্য যে কাউকে দিলেও আমি ধানের শীষের পক্ষে একই ভাবে কাজ করবো ইনশাল্লাহ। আপনারাও কোনো ব্যক্তি বিশেষকে বিবেচনা না করে দেশের কল্যাণের স্বার্থে ধানের শীষের বিজয়ের জন্য সর্বান্তকরণে চেষ্টা করবেন।

শোভাযাত্রায় এলাকার সর্বস্তরের জনসাধারণের পাশাপাশি উপস্থিত ছিলেন মহানগর বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল,শ্রমিক দল,  স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ওলামা দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ। শোভাযাত্রাটি মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুরু করে রুপনগর মোড় এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মোস্তফা জগলুল পাশা পাপেল বলেন, “আমার বিশ্বাস, তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতৃত্বকেই প্রাধান্য দিবেন দেশনেতা তারেক রহমান। বিএনপির আদর্শই হলো দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আনুগত্য। দল যাকে মনোনয়ন দেবে, তারই হয়ে আমি কাজ করবো— এটাই আমাদের বিএনপির শিক্ষা।” তিনি আরও বলেন, বিএনপিকে তৃণমূল থেকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।