এলজিইডির প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্বে মো. বেলাল হোসেন
প্রকাশঃ Jan 15, 2026 - 16:05
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) মো. বেলাল হোসেনকে। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গত বুধবার এক অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, বর্তমানে এলজিইডি সদর দফতরের পল্লী অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা ইউনিটে কর্মরত মো. বেলাল হোসেন বিদ্যমান দায়িত্বের পাশাপাশি রুটিন দায়িত্ব হিসেবে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করবেন।
এর আগে তিনি এলজিইডি সদর দফতরের প্রশাসন বিভাগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। ইংরেজি করে দিন বানান সঠিক থাকে।