গুজব ছড়িয়ে সার্বভৌমত্বের স্তম্ভ দুর্বল করবেন না: বিমানবাহিনী প্রধান

প্রকাশঃ Jul 22, 2025 - 22:20
গুজব ছড়িয়ে সার্বভৌমত্বের স্তম্ভ দুর্বল করবেন না: বিমানবাহিনী প্রধান

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।মঙ্গলবার (২২ জুলাই) কুর্মিটোলা বিমানঘাঁটিতে দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে তিনি বলেন, ‘এই দুঃসময়ে কেউ যেন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের স্তম্ভকে দুর্বল না করে। একটি শক্তিশালী বিমানবাহিনী দেশের স্বাধীনতা রক্ষায় অপরিহার্য।’তিনি আরও বলেন, ‘এই দুর্ঘটনায় আমারও হৃদয় ভেঙেছে। আমি এক জরুরি সরকারি সফরে ছিলাম, কিন্তু খবর পেয়ে দ্রুত দেশে ফিরে এসেছি। দুর্ঘটনার পরপরই হেলিকপ্টারে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।’

বিমানবাহিনী প্রধান জানান, ইতোমধ্যে বিমানবাহিনীর পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির প্রতিবেদনেই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটিত হবে।আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, ‘সরকারের পাশাপাশি বিমানবাহিনীও সবসময় হতাহতদের পাশে থাকবে। চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।’এর আগে সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।