জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি কমাতে ঢাকায় আন্তর্জাতিক কেন্দ্র উদ্বোধন

প্রকাশঃ Jul 3, 2025 - 09:47
জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি কমাতে ঢাকায় আন্তর্জাতিক কেন্দ্র উদ্বোধন

জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের হুমকিতে বিশ্বের শহরগুলো আজ ঝুঁকিপূর্ণ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকায় নগর জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি প্রশমন কেন্দ্র উদ্বোধন করেছে অক্সফ্যাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়।এই কেন্দ্রের লক্ষ্য হলো গবেষণা, উদ্ভাবন, সহযোগিতা এবং প্রচারের মাধ্যমে জলবায়ু কার্যক্রম ও দুর্যোগ প্রতিক্রিয়া নিয়ে শহুরে স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা।

বুধবার (২ জুলাই) রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠান হয়। এতে বলা হয়, বর্তমানে বিশ্বের ৫৮ ভাগ জনসংখ্যা শহুরে এলাকার বসবাস করছে—যার হার ২০৫০ সালের মধ্যে ৭০ শতাংশে পৌঁছাবে। বিশ্বের শহরগুলো ৭৫ শতাংশ বৈশ্বিক শক্তি ব্যবহার করে, ৭০শতাংশ এরও বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন করে। একই সঙ্গে তাপপ্রবাহ, বায়ু দূষণ, বন্যার মতো ঝুঁকির মুখে শহর। ২০২৪ ছিল রেকর্ড গরমের বছর যে ঢাকার মত শহরের পরিবেশ ও বসবাসযোগ্যতাকে চ্যালেঞ্জ করেছে।

অনুষ্ঠানে অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অশীষ দামলে বলেছেন: ঢাকার মতো শহরগুলো একাধিক সংকটের শিকার যার মধ্যে রয়েছে উচ্চ তাপ, বায়ু দূষণের মত বিষয়। এই চ্যালেঞ্জগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলোকে আরও গভীর ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে

উদ্বোধিত কেন্দ্রটি শহুরে জলবায়ু ও দুর্যোগের চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য আধুনিক গবেষণা, অন্তর্ভুক্তিমূলক নীতি তৈরি ও প্রচার, সক্ষমতা বৃদ্ধি এবং সম্প্রদায়-নেতৃত্বাধীন উদ্ভাবনের মাধ্যমে কাজ করবে। বর্তমানে এটি ছয়টি মূল থিমে মনোনিবেশ করছে: শহুরে তাপ ও দূষণ, শক্তি পরিবর্তন, সবুজ অবকাঠামো, ভূ-স্থানীয় বিজ্ঞান, জলবায়ু ন্যায় এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা।