মিরপুরে নাশকতা পরিকল্পনার সময় দুইজন গ্রেপ্তার

প্রকাশঃ Aug 16, 2025 - 13:47
মিরপুরে নাশকতা পরিকল্পনার সময় দুইজন গ্রেপ্তার

আজ ভোর রাত আনুমানিক ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজধানীর মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ এর ফলপট্টি এলাকায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কিছু সদস্য নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে।

সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ রোমন এর নেতৃত্বে কিলো-৭১, লিমা-৭১ ও হোন্ডা মোবাইল-৭১ টিম দ্রুত অভিযান পরিচালনা করে। রাত প্রায় ৪টা ২০ মিনিটে মিরপুর ১০ এর বাউন্ডারি রোডের ভিলা ম্যাগনোলিয়া বিল্ডিংয়ের সামনে গেলে কয়েকজনকে অবস্থান করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো—
১। মোঃ বাচ্চু (৪০)
২। হৃদয় পারভেজ টিটু (৩৩)

অভিযানের সময় তাদের কাছ থেকে ও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়—

একটি লোহার রড

একটি চাপাতি

একটি কাঠের লাঠি

দুইটি লোহার পাইপ

একটি অবিস্ফোরিত ককটেল

বঙ্গবন্ধুর ছবি সংবলিত ১০টি পোস্টার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।

এছাড়া তারা স্বীকার করে যে, পলাতক আরও কয়েকজন সহযোগী ঘটনাস্থলে উপস্থিত ছিল। তাদের মধ্যে স্থানীয় যুবলীগের *রাসেদ (৩৫), রাকিব (৩২), হুমায়ুন শুটার (৩২), নূর হোসেন শুটার (৪০), ছোট কামরুল (৩৪), মাছ ব্যবসায়ী লোকমান (৪৫), সজল (৩৫), কালা মিন্টু (৪৫)*সহ আরও ১০-১২ জন ছিল।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।