ঢাকা দক্ষিণে সবুজায়নের উদ্যোগ: ডিএসসিসি ও বন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশঃ Jul 1, 2025 - 21:03
ঢাকা দক্ষিণে সবুজায়নের উদ্যোগ: ডিএসসিসি ও বন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মাফিজুল ইসলাম বন্ধন 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় পরিবেশ উন্নয়ন, বনায়ন ও সবুজায়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বন অধিদপ্তরের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নগর ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ডিএসসিসির মাননীয় প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে ডিএসসসির পক্ষে সচিব জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম এবং বন অধিদপ্তরের পক্ষে ঢাকা সামাজিক বন সার্কেলের বন সংরক্ষক জনাব হোসাইন মুহম্মদ নিশাদ স্বাক্ষর করেন। ৫ বছর মেয়াদি এই সমঝোতা চুক্তির মাধ্যমে ঢাকার বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ হ্রাস, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবুজায়ন, বনায়ন ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ গ্রহণ করা হবে। ডিএসসসির নির্বাচিত স্থানগুলোতে নগর বনায়ন কার্যক্রম বাস্তবায়নে বন অধিদপ্তর কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করবে। একইসঙ্গে বনায়ন পরিচালনা ও তদারকি সংক্রান্ত একটি সমন্বিত ম্যানুয়াল প্রস্তুত করে কর্পোরেশনকে সরবরাহ করবে।

চুক্তির আওতায় বনায়ন পরবর্তী পরিচর্যা ও সুরক্ষায় স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করার কথাও বলা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ডিএসসসির আওতাধীন ৮১.১০ কিলোমিটার দৈর্ঘ্যের ৩৫টি মিডিয়ানের মধ্যে ১৬ কিমি দৈর্ঘ্যের ৬টি মিডিয়ানে ঘাস ও গাছ রোপণের কাজ শুরু হবে।অনুষ্ঠানে ডিএসসসির প্রশাসক বলেন, “১৯১৭ সালের পরিকল্পনায় বলা হয়েছিল, ঢাকা হবে একটি বাগানের শহর। কিন্তু অপরিকল্পিত নগরায়ন, আবাসন ও জনসংখ্যার চাপে আজ ঢাকা শহর থেকে সবুজ ও জলাশয় হারিয়ে গেছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে, ঢাকা একদিন পরিত্যক্ত নগরীতে পরিণত হতে পারে।” তিনি আরও জানান, আগামী অর্থবছরে বৃক্ষরোপণ কার্যক্রমে ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ চুক্তি স্বাক্ষরকে একটি যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে বন অধিদপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম এবং বন অধিদপ্তরের সামাজিক বনায়ন শাখার উপ-প্রধান বন সংরক্ষক ড. মো. জগলুল হোসেনসহ দুই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।