তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ১শ’ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা

তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে ১শ’ কোটি টাকার বিশেষ একটি তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় এই তহবিল গঠনের প্রস্তাব করে বলেছেন, ‘তরুণ উদ্যোক্তাদের জন্য এমন তহবিল এবারই প্রথম।’
তিনি বলেন, যুব সমাজের অমিত শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষ যুবশক্তি গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করছি। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন করা হয়েছে। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশে সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণের সিলিং বাড়িয়ে পাঁচ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করেন তিনি।
এ ছাড়া অর্থ উপদেষ্টা তরুণ-যুবাদের দেশের উন্নয়নে আরও গভীরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের জন্য ১শ’ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন। জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্যও আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
facebook sharing buttonmessenger sharing buttontwitter sharing buttonwhatsapp sharing button