নেত্রকোণায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
জেলার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বিরামপুর বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়েছে। এর মধ্যে রয়েছে তেল-গ্যাস সিলিন্ডার, মুদি ও কাপড়ের দোকান। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার বিরামপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের ব্যবসায়ী শাহীন মিয়ার ডিজেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণ পরই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরও চারটি দোকানে। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন।
অগ্নিকাণ্ডে ডিজেল-গ্যাস সিলিন্ডারের দোকানসহ মুদি ও কাপড়ের দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিজের দোকানের মালামাল সরিয়ে নেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমান আরো বাড়তে পারে। এ ঘটনায় কোন প্রাণহানির ঘটনা ঘটে নি।’
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘটনার সময় বাজারের ব্যবসায়ী শাহীন মিয়া তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লাগে। এর মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় এ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনকে সক্ষম হন। আগুনে শাহীন মিয়া, বাবলু, শহীদ, হৃদয়, মো. রিপন মিয়ার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।