পেপার সানির হত্যা মামলার প্রধান আসামি রাসেল গ্রেফতার

প্রকাশঃ Jul 2, 2025 - 14:39
পেপার সানির হত্যা মামলার প্রধান আসামি রাসেল গ্রেফতার

মাফিজুল ইসলাম বন্ধন 

পল্লবীর আলোচিত মাদক কারবারি ও কিশোর গ্যাং লিডার রাকিবুল হাসান সানি ওরফে ‘পেপার সানি’ হত্যা মামলার প্রধান আসামি রাসেলকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও গ্যাং সহিংসতার অভিযোগ ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, রাসেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি আংশিক স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মাদক-আধিপত্যের দ্বন্দ্বে খুন পেপার সানি গত ১০ জুন সকালে রাজধানীর পল্লবী থানাধীন সেকশন-১১ এর বি-ব্লকের একটি মসজিদের সামনে হাতকড়া পরানো, পা গামছায় বাঁধা ও গলাকাটা অবস্থায় পাওয়া যায় পেপার সানির (২৫) মরদেহ। খবর পেয়ে পল্লবী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। মাদক ব্যবসা ও গ্যাং লিডার পেপার সানি একসময় ফুটপাতে পত্রিকা বিক্রি করতেন রাকিবুল হাসান সানি, তখন থেকেই তার পরিচিতি ছিল ‘পেপার সানি’। তবে কিছুদিন পর তিনি জড়িয়ে পড়েন মাদক কারবার ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে। তার বিরুদ্ধে পল্লবীসহ মিরপুরের একাধিক থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।

হত্যাকাণ্ডের পূর্ব পরিকল্পনা নিহতের মা রোজিনা বেগম বলেন, ঈদের ছুটিতে সানি স্ত্রী ও সন্তান নিয়ে সাভার থেকে মিরপুরে বেড়াতে এসেছিলেন। ৯ জুন রাতে তাকে ফোন করে মিরপুরে ডেকে নেয় প্রধান আসামি ল্যাংড়া রুবেল ও তার সহযোগীরা। এরপর থেকেই সানির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার হয়। তিনি অভিযোগ করেন, “ছেলেকে মাইক্রোবাসে ঘুরিয়ে হাত-পা বেঁধে, ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করা হয়। হত্যাকারীরা সকলে এলাকায় সক্রিয় মাদক কারবারি।” হত্যা মামলার আসামির তালিকা পল্লবী থানায় দায়ের করা মামলায় উল্লেখিত আসামিরা হলেন: রাসেল (গ্রেপ্তারকৃত)

রুবেল ওরফে ল্যাংড়া রুবেল (৩৫)

বোমা কাল্লু (৩৪)

স্বপন (২২)

সহযোগী: জিন্দা (২৩), টান আকাশ (২৪)

এরা সকলেই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পুলিশের তালিকাভুক্ত।

পূর্বের সহিংসতা ও আধিপত্যের ইতিহাস গত বছরের মার্চ মাসে ফয়সাল নামের এক যুবককে হত্যা করা হয় মাদক ও গ্যাং আধিপত্যকে কেন্দ্র করে। সে ছিল পেপার সানির গ্রুপের সদস্য। রাব্বি গ্রুপের হামলায় নিহত হয় সে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই পেপার সানি গা ঢাকা দিয়ে থেকেও মাদক কারবার চালিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম দৈনিক অধিকরণ কে বলেন, এ ঘটনায় নিহতের মা রোজিনা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। তাতে বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন তিনি। এদের মধ্যে প্রধান আসামি রাসেল কে গ্রেফতার করা হয়ছে এবং এই অভিযান অব্যাহত রয়েছে।