বাংলাদেশে আসছে আমিরাতের বিশেষ দল, আলোচনার কেন্দ্রে কী বার্তা?

বাংলাদেশে আসছে আমিরাতের বিশেষ দল, আলোচনার কেন্দ্রে কী বার্তা?

কয়েক ঘণ্টার ঝটিকা সফরে সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য এবং সহনশীলতা ও সহাবস্থানবিষয়ক মন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে আজ বুধবার (৭ মে) দুপুরে ঢাকায় আসছেন। আমিরাতের প্রতিনিধি দলের সফরে গুরুত্ব পাবে বাণিজ্য-বিনিয়োগ ও কর্মসংস্থান।

নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, বুধবার দুপুরে ঢাকায় নেমে শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন আমিরাতের মন্ত্রী। বৈঠকে বাংলাদেশের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সেপা) সই ও জয়েন্ট বিজনেস কাউন্সিল (জেবিসি) সক্রিয় করার প্রয়োজনীয়তা গুরুত্ব পাবে।

বৈঠকে জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, জনগণের মধ্যে যোগাযোগ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয় গুরুত্ব পেতে পারে। এ ছাড়া মাতারবাড়ি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বন্দর ও লজিস্টিক ব্যবস্থাপনা, রোহিঙ্গা সংকট ও চলমান গাজা যুদ্ধ বন্ধের উদ্যোগসহ নানা আঞ্চলিক বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে।

সংশ্লিষ্টরা জানান, ঢাকার চাওয়া আমিরাতে নার্স, কেয়ারগিভার, স্বাস্থ্যসেবা টেকনিশিয়ান, কৃষিবিদ, কৃষক ও বিভিন্ন পেশাজীবীসহ বাংলাদেশিদের জন্য ভিসা পদ্ধতি সহজ হোক এবং এক নিয়োগকর্তার কাছ থেকে অন্য নিয়োগকর্তার কাছে ওয়ার্ক পারমিট স্থানান্তর সহজ হোক। আমিরাতের প্রতিনিধি দলের কাছে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি তুলে ধরা হতে পারে।

জানা গেছে, আমিরাতের সহনশীলতা ও সহাবস্থানবিষয়ক মন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ আলি আল সায়েগ এবং বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আব্দুল রহমান আল হাবি রয়েছে। দুপুরে প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর স্বাগত জানানোর কথা রয়েছে।

সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আমিরাতের সহনশীলতা ও সহাবস্থানবিষয়ক মন্ত্রী একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসবেন। তারা খুব সংক্ষিপ্ত সময় ঢাকায় অবস্থান করবেন, সেটি ৪-৫ ঘণ্টা হতে পারে। ঢাকায় এসেই প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বৈঠক করবেন। যেখানে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের মতো বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পাবে।

প্রতিনিধি দলটির পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করারও সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই সফর করেছিলেন ড. ইউনূস। ওই সময় প্রধান উপদেষ্টা বৈশ্বিক সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি আমিরাতের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।