মসজিদ কমিটি ও মাদ্রাসার কমিটিকে ৫ লক্ষ টাকা অনুদান
প্রকাশঃ Jul 26, 2025 - 22:56

রিজভী:
গত শুক্রবার ২৫ জুলাই ২০২৫ সকল মুসুল্লীদের সম্মুখে।মুন্সীগঞ্জ জেলার পঞ্চসার ইউনিয়ন তেলির বিল গ্রামের সমাজসেবক ও মাদবর হাজী নজরুল ইসলাম (নজু মাদবর) মসজিদ কমিটিকে ৩ লক্ষ টাকা এবং আরবিয়া ইসলামিয়া জামিলা মহিলা মাদ্রাসাকে ২ লক্ষ টাকা হস্তাস্তর করেন। উক্ত মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদক সহ উপস্তিত ছিলেন- জালাল শেখ, শাহাজাহান শেখ, মহিউদ্দিন শেখ, হযরত আলী, মোঃ আজিজ, মুক্তার হোসেন, মামুন, পলাশ, আকাশ, রিজভী, মশিউর , শুভ, বিএনপি ০৩ নং ওয়ার্ডের সভাপতি জান শরিফ, সলেয়মান, রমজান, আনিস, বাপ্পী এবং অনেক মুসুল্লিগণ।