মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে ১৯টি দোকান ভস্মীভূত
প্রকাশঃ Jul 6, 2025 - 12:41

মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে অগ্নিকাণ্ডে দলিল লেখকদের ১৯টি দোকান ভস্মীভূত হয়েছে। শ্রীনগর উপজেলার সাব রেজিষ্টি অফিস সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার স্টেশন কর্তৃপক্ষ জানায়, গতকাল শনিবার দিবাগত রাত ২ টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শ্রীনগর , মুন্সীগঞ্জ এবং সিরাজদিখানের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ দোকানগুলো ছিল দলিল লেখকদের।
শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে ১৯টি দোকান ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আনুমানিক ক্ষতির পরিমাণ ২০ লক্ষ টাকা।