মুন্সীগঞ্জে ইজিবাইকসহ ছিনতাইকারী ৭ সদস্য গ্রেপ্তার

প্রকাশঃ Aug 11, 2025 - 19:32
মুন্সীগঞ্জে ইজিবাইকসহ ছিনতাইকারী ৭ সদস্য গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আন্ত:জেলা ইজিবাইক ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৬ টি ইজিবাইক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রুবেল আব্দুল্লাহ (৩২), মোঃ জামাল হোসেন (৪০), ইমরান হোসেন (৪৫), মোঃ হ্নদয় শেখ (২৫), পলাশ পাঠান (৩৫) , মোঃ বিধান (৪৭) এবং মোঃ সুমন (৩৮)। রুবেল ওরফে আব্দুল্লাহ ঢাকা শ্যামপুরের কালো মিয়ার ছেলে, জামাল নবাবগঞ্জ উপজেলার মৃত রুস্তম আলীর ছেলে, ইমরান দোহার উপজেলার নোয়াব আলীর ছেলে, হৃদয় শেখ শ্রীনগর উপজেলার দেউল ভোগের ইউসুফ শেখের ছেলে, পলাশ ভাগ্যকুলের সাইফ পাঠানের ছেলে, বিধান উপজেলার নুরুল ইসলামের ছেলে এবং সুমন কেরানীগঞ্জ উপজেলার ইউনুস খলিফার ছেলে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার আজ সোমবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ রোববার শ্রীনগর থানার পাটাভোগএলাকা থেকে রুবেল, জামাল ও ইমরানকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হৃদয়, পলাশ ও বিধানকে ছিনতাইকরা ২টি ইজিবাইকসহ গ্রেপ্তার করা হয়।  

ঢাকার কেরানীগঞ্জ এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে  গ্যারেজের মালিক সুমনকে গ্রেপ্তার করা হয়। তার গ্যারেজ থেকে ৪টি চোরাই ইজিবাইক এবং ২টি অটোরিকশার চেসিস জব্দ করা হয়। তিনি বলেন, ইজিবাইক ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন ধরে ছিনতাই ও ইজিবাইকচালক হত্যার কাজে জড়িত ছিল।