মেসির মিয়ামিকে বিদায় করে শেষ আটে পিএসজি

লিওনেল মেসির ইন্টার মিয়ামিকে বিদায় করে ক্লাব বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গতরাতে শেষ ষোলোর তৃতীয় ম্যাচে পিএসজি ৪-০ গোলে হারিয়েছে মিয়ামিকে। একই রাতে শেষ ষোলোর চতুর্থ ম্যাচে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোকে। আগামী ৫ জুলাই কোয়ার্টারফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল পেয়ে যায় পিএসজি। ভিটিনহার ক্রসে কোনাকুনি হেডে গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস।
৩৯ মিনিটে পিএসজিকে দ্বিতীয় গোলের স্বাদ দেন নেভেস। ফাবিয়ান রুইসের পাস থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন নেভেস।২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করার দ্বারপ্রান্তেই পিএসজি। কিন্তু প্রথমার্ধের বাঁশি বাজার আগে আরও দুই গোল পেয়ে যায় পিএসজি। ৪৪ মিনিটে মিয়ামির টমাস অ্যাভিলেস আত্মঘাতী গোল করেন। আর প্রথমার্ধের ইনজুরি সময়ে তৃতীয় মিনিটে পিএসজিকে চতুর্থ গোল এনে দেন আচরাফ হাকিমি। ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে পিএসজি। দ্বিতীয়ার্ধে গোলের চেষ্টা করেও স্কোরলাইনে কোন পরিবর্তন আনতে পারেনি দু’দল।
শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। একই রাতে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিলের ফ্লামেঙ্গোকে। ৯ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। ষষ্ঠ মিনিটে এরিক পুলগারের আত্মঘাতী গোলে প্রথম এগিয়ে যায় বায়ার্ন। তিন মিনিট পর হ্যারি কেইনের গোলে ২-০ গোলের লিড নেয় জার্মান ক্লাবটি। ৩৩ মিনিটে গারসনের দুর্দান্ত গোলে ব্যবধানে কমায় ফ্লামেঙ্গো।বিরতির আগেই নিজেদের তৃতীয় গোল পায় বায়ার্ন। বক্সের বাইরে থেকে দারুণ শটে ফ্লামেঙ্গোর গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন লিয়ন গোরেৎকা।৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন জর্জিনহো।৭৩ মিনিটে কেইনের দ্বিতীয় গোলে বায়ার্ন চতুর্থ গোল পায়। শেষ অবধি ৪-২ গোলের জয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।