শহীদ আব্দুল্লাহ কবির নামে সড়কের উদ্বোধন অনুষ্ঠিত

প্রকাশঃ Aug 16, 2025 - 20:09
শহীদ আব্দুল্লাহ কবির নামে সড়কের উদ্বোধন অনুষ্ঠিত

বাতেন নগরে এবং টোলারবাগ সংযোগ সড়ক শহীদ আব্দুল্লাহ কবিরের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত “শহীদ আব্দুল্লাহ কবির সড়ক” এর উদ্বোধন করা হয়। শহীদের সন্তান মোঃ আহনাফ খান ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের মনোনয়ন  প্রত্যাশী মোস্তফা জগলুল পাশা পাপেল। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সৌহার্দ্য বিনিময় করেন।আয়োজকদের মধ্যে বাতেন নগর আবাসিক সমিতির সভাপতি ফিরোজ শাহ সর্দার সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রানা সহ-সভাপতি কবির উদ্দিন সরকার সার্বিক দায়িত্বে হাসিবুর রহমান রহমান হাসিব, সমন্বয়ক শেখ আল মামুন রুবেল, টোলারবাগ সমাজকল্যাণ সংঘের ভারপ্রাপ্ত সভাপতি দীন মোহাম্মদ রতন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুল মতিন টিপু, কোষাধক্ষ নুরুজ্জামান ভূঁইয়া, আহমদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জগলুল পাশা বলেন

“আমি চাই ঢাকা-১৪ আসনকে এক নতুন রূপে ফিরিয়ে আনতে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমি এলাকাবাসীর সেবায় কাজ করে যাব। আমরা যেমন অতীতে ফ্যাসিবাদকে পরাজিত করতে পেরেছি, ইনশাল্লাহ আগামী দিনগুলোতে দেশনায়ক তারেক রহমান তরুণ প্রজন্মের অহংকার হয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। শহীদ আব্দুল্লাহ কবিরের আত্মার মাগফিরাত আমরা সর্বদা কামনা করি।”

তিনি আরও বলেন,
“আমি এলাকায় উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের কার্যক্রম অব্যাহত রেখেছি, যাতে ঢাকার ১৪ আসনের জনগণ বাস্তব পরিবর্তন অনুভব করতে পারেন।”
স্থানীয় বাসিন্দারা জানান, এ সড়ক উদ্বোধনের মাধ্যমে এলাকার অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য,  হাফিজুল হাসান শুভ্র,হানিফ মিয়া, ঢাকা মহানগর উত্তর যুবদল সাবেক যুগ্ম আহবায়ক, খলিল চৌধুরী, শাফায়েত রাব্বি আরাফাত, দারুস সালাম থানা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন ভুট্টো, ইয়াসিন আলী, দারুস সালাম থানা শ্রমিক দলের আহবায়ক গোলাম রসুল পারভেজ, মিরপুর বাংলা কলেজের সদস্য সচিব ফয়সাল রেজা,১০ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রতন, সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শাহীন, যুবদল  নেতা সেলিম মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির,  মো:সেলিম, শাহ আলী থানা ছাত্রদল সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লেলিন,যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য রফিকুল ইসলাম রফিক  মির্জা মামুন, সুমন মিয়া, আজিজুর রহমান শাহিন, দারুস সালাম থানা ছাত্রদল সাবেক সভাপতি শ্যামল আহমেদ রাসেল, ঢাকা  মহানগর পশ্চিম ছাত্রদল সহ-সভাপতি 

সরোয়ার আলম পিয়াস, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ,মিরপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ,  ১০ নং ওয়ার্ড যুবদল  আহবায়ক কুদ্দুসুর রহমান বিপ্লব  সদস্য সচিব সান্তানুর রহমান রুবেল,৯ নং  ওয়ার্ড যুবদল সাবেক আহ্বায়ক মোহাম্মদ রুবেল,দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক দলের নেতা হাফিজুর রহমান হাফিজ, আক্তার হোসেন মামুন  দারুস সালাম থানা ছাত্রদল আহবায়ক  ইকবাল হোসেন দিপু  সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।