শ্রীলংকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশঃ Jul 8, 2025 - 19:13
শ্রীলংকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ। সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।

দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের জায়গায় একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। 

দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমেছে শ্রীলংকা। প্রথম ম্যাচে ৭৭ রানে জিতেছিল লংকানরা। তবে দ্বিতীয় ম্যাচ ১৬ রানে জিতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। 

এখন পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে ৫৯ ম্যাচ খেলে মাত্র ১৩টি জিতেছে বাংলাদেশ। পাশাপাশি ৪৪টিতে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। 

বাংলাদেশ একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান,  পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী, তানজিম হাসান, তানভীর ইসলাম, শামীম হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), নিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুসমন্থ চামিরা ও আসিথা ফার্নান্দো।