সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে ভুকুসিচের নতুন রেকর্ড

প্রকাশঃ Aug 9, 2025 - 18:36
সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে ভুকুসিচের নতুন রেকর্ড

পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছেন ক্রোয়োশিয়া ক্রিকেট দলের জাক ভুকুসিচ। ঘরের মাঠে সাইপ্রাসের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেতৃত্ব দিতে নেমে বিশ্ব রেকর্ড গড়েন ভুকুসিচ। ১৭ বছর ৩১১ দিনে নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড বইয়ে নাম তুলেছেন তিনি। ভুকুসিচের আগে সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ডের মালিক ছিলেন ফ্রান্সের নোমান আমজাদ। ২০২২ সালের চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১৮ বছর ২৪ দিনে নেতৃত্ব দিতে নেমেছিলেন তিনি। 

ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে বিশ্ব রেকর্ডের মালিক আফগানিস্তানের স্পিনার রশিদ খান। ২০১৮ সালে ওয়ানডেতে স্কটল্যান্ডের বিপক্ষে ১৯ বছর ১৬৫ দিনে নেতৃত্ব দেন রশিদ। এরপর ২০১৯ সালে টেস্টে বাংলাদেশের বিপক্ষে ২০ বছর ৩৫০ দিনে আফগানদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বিশ্ব রেকর্ড গড়ার ম্যাচে দলকে জয়ের স্বাদ দিতে পারেননি ভুকুসিচ। সাইপ্রাসের কাছে সিরিজের প্রথম ম্যাচে ৫৮ রানে হেরে যায় ক্রোয়েশিয়া। ম্যাচে বল হাতে ৪১ রানে ১ উইকেট ও ব্যাট হাতে ৩২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৩ রান করেন ভুকুসিচ।