সাগর-রুনির ছেলে মেঘের হাতে পূর্বাচলে জমির দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

প্রকাশঃ Aug 21, 2025 - 21:10
সাগর-রুনির ছেলে মেঘের হাতে পূর্বাচলে জমির দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের জমির দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র পুত্র মাহির সরওয়ার মেঘের হাতে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এই উদ্যোগটি নেওয়া হয়েছে নিহত সাংবাদিক দম্পতির সন্তানের নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামের উদ্যোগে এ ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামসহ সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল প্রতিনিধি।

উপস্থিত অতিথিরা নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এ উদ্যোগ মেঘের ভবিষ্যৎ সুরক্ষায় একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

উল্লেখ্য, ২০১২ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নির্মম হত্যার শিকার হন সাংবাদিক সাগর সরওয়ার ও তার স্ত্রী মেহেরুন রুনি। তাঁদের একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘ সে সময় মাত্র পাঁচ বছর বয়সী ছিল।

রাজউকের আওতাধীন পূর্বাচলের জমি হস্তান্তরের মাধ্যমে মেঘের ভবিষ্যৎকে সুরক্ষিত করার এই পদক্ষেপকে একটি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।