আগামীকাল দায়িত্ব গ্রহণ করবে বিজিএমইএ'র নতুন কমিটি

প্রকাশঃ Jun 15, 2025 - 19:46
আগামীকাল দায়িত্ব গ্রহণ করবে বিজিএমইএ'র নতুন কমিটি

বাংলাদেশ পোষাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নব নির্বাচিত কমিটি আগামীকাল সোমবার দায়িত্ব গ্রহণ করবে।আজ বিজিএমইএ'র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গতকাল শনিবার বিজিএমইএ'র নব নির্বাচিত পরিচালকদের সভায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফোরাম প্যানেলের দলনেতা মাহমুদ হাসান খান। প্রথম সহ-সভাপতি হয়েছেন সেলিম রহমান এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন ইনামুল হক খান। মিজানুর রহমান (অর্থ)। অপর চার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রেজোয়ান সেলিম, ভিদিয়া অমৃত খান, মো. শিহাব উদ দৌজা চৌধুরী ও মোহাম্মদ রফিক চৌধুরী।উল্লেখ্য, গত ৩১ মে বিজিএমইএ'র ৩৫ পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত নির্বাচনে মাহমুদ হাসান খান এর নেতৃত্বাধীন প্যানেলের ৩৫ পরিচালকের মধ্যে ৩১ জন নির্বাচিত হন। ফোরাম প্যানেলের সংখ্যাগরিষ্ঠ নেতা হিসাবে মাহমুদ হাসান খানকে বিজিএমইএ সভাপতি হিসাবে পরিচালকদের সভায় নির্বাচিত করা হয়।