উইলিয়ামসের সেঞ্চুরির পরও পিছিয়ে জিম্বাবুয়ে

প্রকাশঃ Jun 30, 2025 - 17:39
উইলিয়ামসের সেঞ্চুরির পরও পিছিয়ে জিম্বাবুয়ে

সিন উইলিয়ামসের সেঞ্চুরির পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পিছিয়ে স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৯ উইকেটে ৪১৮ রানের জবাবে ২৫১ রান করে জিম্বাবুয়ে। প্রথম ইনিংস থেকে ১৬৭ রানের লিড পায় প্রোটিয়ারা। লিড সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ১ উইকেটে ৪৯ রান করে দক্ষিণ আফ্রিকা। বুলাওয়েতে প্রথম দিন শেষে ৯ উইকেটে ৪১৮ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন আর ব্যাট না করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। এরপর ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের হয়ে একাই লড়াই করেছেন উইলিয়ামস। এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের ২১তম টেস্টে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস।চতুর্থ উইকেটে অধিনায়ক ক্রেইগ আরভিনের সাথে ৯১ ও পঞ্চম উইকেটে ওয়েসলি মাধভেরের সাথে ৪৮ রান যোগ করেন উইলিয়ামস। আরভিন ৩৬ ও মাধভেরে ১৫ রানে থামেন। জিম্বাবুয়ের শেষ ছয় ব্যাটারের পাঁচজনই দুই অংকের কোটা স্পর্শ করতে ব্যর্থ হলে ২৫১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার ওয়াইন মুল্ডার ৪টি, কোডি ইউসুফ ও ভারপ্রাপ্ত অধিনায়ক কেশব মহারাজ ৩টি করে উইকেট নেন। নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ওপেনার ম্যাথু ব্রিটস্কিকে ১ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। দিন শেষে টনি ডি জর্জি ২২ ও মুল্ডার ২৫ রানে অপরাজিত থাকেন।