গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর প্রাণহানি

জেলার কাশিয়ানী উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে রাহাদ মোল্যা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে জেলার কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রাহাদ মোল্যা জেলার কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের আসলাম মোল্যার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রাহাদ বাথরুমে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। দীর্ঘসময় রাহাদকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে রাহাদকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় শিশু রাহাদকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।