চঞ্চলের সঙ্গে এক সিনেমায় আফরান নিশো

প্রকাশঃ Jul 8, 2025 - 17:32
চঞ্চলের সঙ্গে এক সিনেমায় আফরান নিশো

সত্য ঘটনার অনুপ্রেরণায় ‘দম’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন রেদওয়ান রনি। সিনেমাটির ঘোষণা আসে ২০২৩ সালের ডিসেম্বর মাসে। তখন পোস্টার প্রকাশ করে জানানো হয়েছিল সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।নতুন খবরে জানা গেল, সিনেমাটিতে যুক্ত হয়েছেন আফরান নিশোও। তাহলে কী চঞ্চল চৌধুরী সিনেমায় থাকছেন না?নির্মাতা রেদওয়ান রনি জানান, সিনেমায় চঞ্চল চৌধুরী থাকছেন। তার সঙ্গেই যোগ দেবেন আফরান নিশো। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।‘চোরাবালি’ খ্যাত নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। ‘পাওয়ার অফ আ কমন ম্যান’ নিয়ে কাজ করব বলা যায়। অনেক বছর ধরে এমন গল্পই খুঁজছিলাম। বিশেষত চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে যা শুধু আমাকে না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।’আফরান নিশো এ ছবিতে যোগ দেয়া প্রসঙ্গে বলেন, ‘এমন গল্পের সিনেমা দেশে আগে হয়েছে বলে জানা নেই। ‘দম’ একটি সার্ভাইবাল ইনস্পিরেশনাল গল্পের সিনেমা হতে যাচ্ছে। এমন স্টোরি নিয়ে অভিনেতা হিসেবে আমার রয়েছে বিশেষ দুর্বলতা। এ ধরনের গল্পে একটা উত্তেজনা থাকে। তবে সবচেয়ে বড় বিষয়, ‘দম’ সিনেমায় পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে।’তিনি বলেন, ‘আমার অভিনীত ’সুড়ঙ্গ’, ‘দাগি’ গল্প নির্ভর সিনেমা এবং পারফরমেন্স বেইজ। যেটা আমি মেইনটেইন করার চেষ্টা করি। ‘দম’টাও তার ব্যতিক্রম কিছু না। অনেক বড় ক্যানভাসের গল্প এটি। আমি তো বলব, গত দুই সিনেমার চেয়েও অনেক বড় স্কেলের গল্প ‘দম’।’চঞ্চল চৌধুরী বলেন, ‘রেদওয়ান রনি পরিচালনায় ফিরছে এটা একটা আনন্দের ব্যাপার। তার ’দম’ সিনেমার গল্পটা অসাধারণ। এ ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি, খুবই চ‍্যালেঞ্জিং। আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন। এ সিনেমার সঙ্গে যারা আছেন, সবাই আমার খুব ভালোবাসার। পছন্দের গল্প–চরিত্র আর মানুষদের সঙ্গে কাজ করব, এটাই তো সবচেয়ে আনন্দের।’‘দম’ সিনেমায় নারী কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করছেন? কবে এবং কোথায় হবে সিনেমাটির শুটিং? এ বিষয়ে রেদওয়ান রনি বলেন, ‘শিল্পী নির্বাচন এবং লোকেশন দেখার কাজ চলছে। আশা করছি ঠিক সময়ে দর্শকদের সব উত্তর দিতে পারব। অল্প সময়ের মধ্যেই সিনেমাটির শুটিং শুরু করতে পারব আশা করছি।’